Monday, September 8, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollএকই দিনে ক্যাটরিনা সহ বলি তারকাদের মহাকুম্ভে ভিড়

একই দিনে ক্যাটরিনা সহ বলি তারকাদের মহাকুম্ভে ভিড়

ওয়েব ডেস্ক: চলছে মহা কুম্ভ। ইতিমধ্যেই বহু বলি সেলেব উপস্থিত হয়েছেন প্রয়াগরাজের কুম্ভ স্নানে। আর এবার শাশুড়িকে নিয়ে মহাকুম্ভের আখড়ায় দেখা গেল বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। দেখুন সেই ছবি…

আরও পড়ুন: গণবিবাহের আসরে রবিনা, বিয়ের বালাজোড়া নব-দম্পতিকে উপহার

স্বামী ভিকি কৌশল ব্যস্ত তার সুপারহিট ছবি ‘ছাবা’ নিয়ে। তাই শাশুড়িকে নিয়ে ভিকি পত্নী কাটরিনা উপস্থিত হলেন মহাকুম্ভে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গোলাপী চুড়িদার পরে কুম্ভে বিভিন্ন সাধুদের আখড়ায় পুজো দেন অভিনেত্রী। পাশাপাশি, একসঙ্গে পুজো দেন শাশুড়ি-বউমা। সঙ্গে কুম্ভে আস্থার ডুবও দেন তাঁরা। আর তাঁদের এই ছবি দেখে সকল দর্শক মুগ্ধ।

দেখুন অন্য খবর

Read More

Latest News